উড়ন্ত গাড়ি। উন্নত বিশ্বে আগামী দিনে উচ্চ বিত্তের জন্য হবে অন্যতম জনপ্রিয় যানবাহন এরকম সংবাদ অনেক আগেই প্রকাশ পেয়েছে।
ইতিমধ্যে জাপান, রাশিয়া, চীন উড়ন্ত গাড়ি তৈরীর প্রকল্প নিয়ে পুরোদমে এগুচ্ছে — এই খবরও জানা গেছে বহু আগে। বিভিন্ন মডেল এর গাড়ির উড়ন্ত চলাচলের দৃশ্যও ইন্টারনেট দুনিয়ায় দেখা যায়।
এইসব খবরে ব্রিটেনের নামটি তেমন উচ্চারিত ছিল না। তাড়াহুড়ো কাজ ও কথার ফুলঝুরি ছড়ানোতে ‘কম বিশ্বাসী’ দেশ ব্রিটেন- এবার প্রকাশ করেছে, উড়ন্ত গাড়ি নিয়ে বড় চমক।
আগামী দিনের ‘উড়ন্ত গাড়ির’ জন্য বিমান বন্দরের আদলে ব্রিটেন পরিকল্পনায় নিয়েছে একটি এয়ারপোর্ট তৈরীর। ব্রিটেনের প্রভাবশালী সংবাদপত্র মিরর এ প্রকাশিত খবরে প্রকাশ – এক নতুন ধরণের এয়ারপোর্টে ‘উড়ন্ত গাড়ি’ ওঠা-নামার জন্য পরিকল্পনা চুড়ান্ত করে ফেলেছে ব্রিটেন।