গত ২৬ জানুয়ারী গ্রীস ছাত্র লীগের উদ্যোগে গ্রীসের রাজধানী এথেন্সের ওমানিয়ায় বিকাল ৫ ঘটিকায়, ইন্ডিয়ান বাংলা রেস্টুরেন্ট গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যে ৭৩ বছরে পা দেয়া বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টান অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ গ্রীস শাখার সাধারণ সম্পাদক মোঃ মুমিন খান, ১ম যুগ্ন-সাধারণ সম্পাদক, সজিব মাতুব্বর, ছাত্রলীগ নেতা,মোঃ শামীম আহমেদ, রাজু হাওলাদার ,আকাশ খান , তোফায়েল আহমেদ রনি, শাওন সরদার, আজাদ বেপারী ,শাওন বাইজিদ, জনি আহম্মেদ, স্বপন আহমেদ, মোহন, ফাহিম হোসেন, জাফর ইকবাল, সুজন, মিথুন রহমান, শাহজালাল শাওন, শাহীন আহমেদ, সাগর হোসেন, ইকবাল আহমেদ, মুন্না হাওলাদার, মোহাম্মদ শরীফ খান,আরিফ হাওলাদার ।
গ্রীসে লগডাউনের বিধি-নিষেধের কারণে সিমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাইয়ান খান জয় , সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে ও জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিশন ৪১ বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের নতুন প্রজন্ম এর কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার জন্য বাংলাদেশের ও প্রবাসের ছাত্রলীগ নেতৃবৃন্দের আরো অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানানো হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে ।