প্রাণঘাতি করোনা ভাইরাসে কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি লুৎফুর রহমান এনু , অনারারি সদস্য কমিউনিটি নেতা রউফুল ইসলাম, বার্মিংহামের আফতাব উদ্দিন তুতা নিউইয়র্ক প্রবাসী আব্দুল হক উতুল ও মিছবাউর রহমান(খাদিম বাড়ী) মৃত্যুবরণ করেছেন।
এছাড়া সম্প্রতি মৃত্যবরণ করেছেন প্রবীণ মুরব্বী মাহমদ আলী, জুনাব আলী, ট্রাস্টি আছাবুন নেসা, ফারুক আহমদ, মাহবুবুর রহমান হেলাল, মৌলানা মতিউর রহমান মনিয়াসহ অনেকে।
যারা কোভিড -১৯ আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তাদের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং অসুস্থদের সুস্থতা কামনা এবং মৃত্যুবরণকারীদের পরকালীন শান্তি কামনায় কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে গত ১৯ জানুয়ারি এক ভার্চুয়াল দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন আনোয়ারুল ইসলাম অভির রিপোর্টে। কণ্ঠ: রেজওয়ানা আহমেদ