মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মো: আব্দুল হান্নান এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

সুরমার প্রধান সম্পাদক ফরীদ আহমদ রেজার মাতা সৈয়দা সু‌ফিয়া আহম‌দের ই‌ন্তেকাল



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিলেতে বাংলা মিডিয়ার বহুল প্রচারিত সংবাদপত্র সাপ্তাহিক সুরমার প্রধান সম্পাদক, কবি ও কলামিস্ট ফরীদ আহমদ রেজার মাতা সৈয়দা সু‌ফিয়া আহম‌দ ই‌ন্তেকাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি ১৬ জানুয়ারী, শ‌নিবার, সন্ধ্যা ৫টায় রয়েল লণ্ডন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। কয়েক বছর থেকে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগলেও শারীরিক চলৎশক্তি সম্পন্ন ছিলেন। মৃত্যুর দুদিন আগে শারীরিক অসুস্থতাজনি কারনে হাসপাতালে ভর্তি করার পর কোভিড পজিটিভ ধরা পড়ে। মৃত্যুকালে তাঁর বয়স হ‌য়ে‌ছি‌লো ৯১ বছর।

মরহুমা সৈয়দা সু‌ফিয়া টাওয়ার হ্যাম‌লে‌টসের বা‌সিন্দা। দে‌শের বা‌ড়ি সুনামগঞ্জ জেলার সৈয়দপুর গ্রা‌মে। তাঁর স্বামী ছি‌লেন মরমী সাধক মরহুম পীর মনফর উদ্দীন আহমদ ওরফে শাব্বির মিয়া পীর সাহেব। শ্বশুড় ছিলেন প্রখ্যাত মরমী সাধক পীর মজির উদ্দিন।

মৃত্যুকা‌লে তি‌নি ৩ ছে‌লে, ৪ মে‌য়ে, লাগা-নাতনি ও প্রচুর আত্মীয় স্বজন রে‌খে গেছেন। মরহু‌মার বড় ছেলে ফরীদ আহমদ রেজা পরিবারের পক্ষ থেকে সবার কা‌ছে তাঁর মা‌য়ের মাগফেরাতের জন্য দোয়া কামনা ক‌রে‌ছেন।

মরহু‌মার অন্যান্য সন্তান‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছেন সৈয়দপুর শাম‌সিয়া স‌মি‌তির সভাপ‌তি পীর আহমদ কুতুব, সুরমার সা‌বেক সম্পাদক কবি আহমদ ম‌য়েজ, বড় মে‌য়ে যথাক্র‌মে ফৌ‌জিয়া কামাল, রওশনারা বেগম, হাসনা কামাল, সালমা সামাদ।

উল্লেখ্য, সৈয়দা সুফিয়া আহমদ আত্মীয়-স্বজন ও পারিবারিক পরিচিতজনদের কাছে একজন মহিয়সী নারী হিসেবে শ্রদ্ধাস্পদ ছিলেন। ধর্মীয় ঐতিহ্য চেতনা, মরমী ভাবধারা ও সাহিত্য-সাংস্কৃতিক উত্তরাধিকার স্নাত পরিবারের এই মহিয়সী মায়ের ইন্তেকালে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শোক প্রকাশ করেছেন মরহুমার সন্তানদের বন্ধুবান্ধবসহ পরিচিত মহলের অসংখ্যজন।

লন্ডন বাংলা প্রেসক্লাবের শোকঃ

সাপ্তাহিক সুরমার প্রধান সম্পাদক ফরীদ আহমদ রেজাও সাপ্তাহিক সুরমার প্রাক্তন সম্পাদক কবি আহমদ ময়েজের মহিয়সী মাতা সৈয়দা সোফিয়া আহমদের ইন্তেকালে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাব এর পক্ষথেকে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের ও ট্রেজারার আ স ম মাসুম ।

এক শোক বার্তায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, সৈয়দা সুফিয়া আহমদ আত্মীয়-স্বজন ও পারিবারিক পরিচিতজনদের কাছে একজন মহিয়সী নারী হিসেবে শ্রদ্ধাস্পদ ছিলেন। ধর্মীয় ঐতিহ্য চেতনা, মরমী ভাবধারা ও সাহিত্য-সাংস্কৃতিক উত্তরাধিকার স্নাত পরিবারের এই মহিয়সী মায়ের ইন্তেকালে তার পরিবারের যে ক্ষতি সাধিত হল তা অপূরণীয় ।নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।

এদিকে, সাপ্তাহিক সুরমা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সম্পাদক শামসুল আলম লিটন, বার্তা সম্পাদক আবদুল কাইয়ূম, সাহিত্য সম্পাদক সৈয়দ রুম্মান, স্পোর্টস রিপোটার মুহাম্মদ শরীফুজ্জামান ও ফাইন্যান্স এডিটর এমাদুর রহমান এমাদ এবং স্পেশাল করেসপন্ডেন্ট কেএম আবু তাহের চৌধুরী, ড. এম মুজিবুর রহমান, আকবর হোসেন ও শামসুল ইসলাম মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন