আগুনে পুড়ে যাওয়া বেলু কান্ত নাথ কে বসতঘর পুন: নির্মাণের জন্য অর্থ সহায়তা করেছে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ।
গত ১৫ জানুয়ারী শুক্রবার জকিগঞ্জ উপজেলা ৮নং কসকনকপুর ইউনিয়নে বলরামের চক গ্রামের বেলু কান্ত নাথ এর বসতবাড়ি আগুনে পুড়ে নিঃস্ব হয়ে পড়েন।
নিজ অঞ্চলের হতদরিদ্র প্রতিবেশীর পাশে দাড়িয়েছে কিছু পরোপকারী মানুষ। তার পুড়ে যাওয়া ঘরটি পুন: নির্মাণের উদ্যোগ নিয়েছে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ।
ক্ষতিগ্রস্থ বেলু কান্ত নাথ কে তার বাড়িতে গিয়ে শান্তনা দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও জকিগঞ্জ কৃষি ব্যাংকে অবসর প্রাপ্ত ম্যানেজার বাবুল রঞ্জত নাথের সভাপতিত্বে ও ইছামতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর এর পরিচালনা প্রধান অতিথি বক্তব্যে রাখেন,জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি সোলেমান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিষদের সহ-সভাপতি এন আই সুজন,পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন,ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মাখন চন্দ্র নাথ, প্রবীন মুরব্বী মো. খলিলুর রহমান লস্কর ও মো. নজরুল ইসলাম লস্কর প্রমুখ।