নেত্রকোণার কলমাকান্দায় সীমান্তবর্তী এলাকায় পথ পাঠাগার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী পাঁচগাও বাজারে পথ পাঠাগার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, বকুল মাস্টার,এম. হয়দার আলী,শহীদুল ইসলাম দুলাল, মো. আব্দুল হামিদ, মো. আতাউর রহমান ও মো. আব্দুল বারেকসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন ৫২ বাংলা টিভিকে বলেন, সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে বইয়ের আলো ছড়িয়ে যাক প্রতিটি মানুষের দৌর গোড়ায়। বই হোক মানুষের নিত্যসঙ্গী।