লেবাননের ডলার সংকট এবং রাজনৈতিক সমস্যা প্রায় এক বছর।আজ ঠিক হবে কাল ঠিক হবে বলে আজও লেবাননের ডলার ৮ লক্ষ লিরা, এখন আর লেবানিজ দের মাথায় সেই চিন্তাটা নেই যে চিন্তাটা ছিল আগে— ডলার ছাড়া কি করে চলবে তাদের দেশ, তাদের তো তেমন কোন সমস্যা হচ্ছে না কারণ তাদের টাকা তো দেশের বাইরে পাঠাতে হয় না, নিজেদের টাকা নিজেরাই খরচ করে। আর সব মার্কেট এবং দোকানদাররা তো ডলার হিসেবেই লিরা নিচ্ছে। তাদের ব্যবসায়ও কোন সমস্যা হচ্ছে না। সব সমস্যা হচ্ছে প্রবাসীদের।
এক বছর যাবত দেশে টাকা না পাঠাতে পেরে অনেকেই বিপদে আছে। দেশে ফিরতে চাইলেও ফিরতে পারছে না, কারণ লেবাননের থাকা বেশিরভাগ প্রবাসীদের আকামা নেই।
লেবাননের বাংলাদেশ দূতাবাস তিন দফায় নাম নিয়ে দেশে পাঠানোর কথা বললেও প্রথম দফার লোক পাঠিয়ে এখনো কোন নাম নিচ্ছে না। লেবাননে থাকা অবৈধ বেশিরভাগ প্রবাসীদের এখন স্বপ্ন দেশে ফেরার। তাই লেবাননে থাকা অবৈধ প্রবাসীদের বাংলাদেশ দূতাবাসের কাছে দাবি তাড়াতাড়ি যেন তাদের দেশে ফেরানোর জন্য নাম নিবন্ধন করা হয়।