বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «   লন্ডনে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবানী ও মিলন মেলা  » «   কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

মো. আব্দুল হাছিব : মানুষ গড়ার সেরা কারিগর



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

শ্রদ্ধেয় শিক্ষক মো. আব্দুল  হাছিব যিনি সবার কাছে ‘হাছিব স্যার’ নামেই পরিচিত। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এবং সার্বিক সমাজ ব্যবস্থার উন্নতি সাধনের পূর্ব শর্তরূপে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেই এই স্বনামধন্য শিক্ষক ব্রতী হয়েছিলেন জ্ঞান বিতরণের মহৎ দায়িত্ব পালনে।

বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের ঐতিহ্যবাহী বাগিছা বাড়ীতে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৪৯ খ্রিষ্টাব্দের ১ অক্টোবর  জন্ম গ্রহণ করেন তিনি । তার পিতার নাম মরহুম মো. আরজদ আলী ও মাতার নাম ফাতিরা বিবি । দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট ।

জীবনের প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি হয় আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । জলঢুপ উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া সম্পন্ন করে বিয়ানীবাজারের পিএইচজি হাই স্কুল থেকে ১৯৬৫ সালে এসএসসি পাশ করেন।তারপর ১৯৬৭ সালে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি  ও  ১৯৭০ সালে সিলেটের এমসি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি ।

শিক্ষা জীবন শেষ করে জড়িয়ে পড়েন শিক্ষকতা পেশায় । ১৯৭১ সালে পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম শিক্ষকতা শুরু করেন তিনি । এই সময় দেশের রাজনৈতিক অবস্থার অবনতি হলে বয়সে তরুণ এই শিক্ষক তার আপন চাচাতো ভাই সেই সময়ের লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মরহুম আমির উদ্দিন আহমদের সাথে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন গুণী এই শিক্ষক । মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে ভারতের করিমগঞ্জে মাস দুয়েক প্রশিক্ষণ শেষে বাংলাদেশে এসে সরাসরি সন্মুখ  যুদ্ধে অংশ গ্রহন করেন তিনি।

দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে ঐতিহ্যবাহী জলঢুপ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসাবে  যোগদান করেন । এরপর ১৯৮৪ সালে কুমিল্লা টিচার্স টেনিং কলেজ থেকে বিএড পাশ করেন ।

শিক্ষক মো. আব্দুল  হাসিব জলঢুপ উচ্চ বিদ্যলয়ে টানা ৩৬ বৎসর শিক্ষকতা করেন। এরই মধ্যে  ১৯৯৩ সাল থেকে ১৯৯৯ সহকারী প্রধান শিক্ষক ও ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে চাকরি জীবন শেষে অবসরে  যান গুণী এই শিক্ষক ।

মানুষ গড়ার কারিগর এ মহান ব্যক্তিত্ব পারিবারিক জীবনে এক কন্যা সন্তানের জনক। বর্তমানে তিনি নিউজিল্যান্ড এর অকল্যন্ড শহরে তার মেয়ের সাথে  অবসর জীবন যাপন করছেন।

লেখক : ফয়সল আহমদ ( রুহেল ), সাউথ ইস্ট লন্ডন নিউজ করেসপনডেন্ট;চ্যানেল এস টেলিভিশন ,লন্ডন ।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

"এই বিভাগে প্রকাশিত মতামত ও লেখার দায় লেখকের একান্তই নিজস্ব " -সম্পাদক