মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
সৈয়দ আফসার উদ্দিন এমবিই‘র ইন্তেকাল  » «   ছাত্রলীগের উদ্যোগে বিয়ানীবাজারে পথচারী ও রোগীদের মধ্যে ইফতার উপহার  » «   ইস্টহ্যান্ডসের রামাদান ফুড প্যাক ডেলিভারী সম্পন্ন  » «   বিসিএ রেস্টুরেন্ট কর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এনএইচএস এর ‘টকিং থেরাপিস’ সার্ভিস ক্যাম্পেইন করবে  » «   গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকে নতুন প্রজন্মদের নিয়ে কাজ করবে  » «   স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল  » «   কানাডা যাত্রায়  ইমিগ্রেশন বিড়ম্বনা এড়াতে সচেতন হোন  » «   ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত  » «   যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের অনুদান  » «   বড়লেখায় পাহাড়ি রাস্তা সম্প্রসারণে বেরিয়ে এলো শিলাখণ্ড  » «   মাইল এন্ড পার্কে ট্রিস ফর সিটিস এর কমিউনিটি বৃক্ষরোপণ  » «   রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন  » «   গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন  » «   যুক্তরাজ্যবাসি  সাংবা‌দিক সাইদুল ইসলামের পিতা আব্দুল ওয়াহিদের ইন্তেকাল  » «   ইউকে বাংলা রিপোটার্স ইউনিটি‘র নতুন কার্যকরী কমিটির অভিষেক  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

মাওলানা মো.মাহমুদুর রহমান: একজন আদর্শ শিক্ষকের প্রতিকৃতি



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

মাওলানা মো. মাহমুদুর রহমান ,একজন আদর্শ  শিক্ষকের প্রতিকৃতি । তার অগণিত  ছাত্র-ছাত্রীদের কাছে ‘মোল্লা স্যার’ নামে পরিচিত । অত্যন্ত সাদাসিধে  জীবন যাপন করা গুণী এই শিক্ষক তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের কাছে একজন আদর্শ শিক্ষক হিসাবেও বেঁচে আছেন।

মৌলভীবাজার জেলার  বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী চান্দগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫৮ সালের ১লা মার্চ জন্ম নেয়া প্রবীন এই শিক্ষক দীর্ঘ ৩৭ বছর একাধারে শিক্ষকতা করেছেন। বিয়ানীবাজার উপজেলার জলঢুপ উচ্চ বিদ্যালয়ের  ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারী অবসর গ্রহন করেন।

মানুষ গড়ার কারিগর এ মহান ব্যক্তি মক্তবের শিক্ষা নিজ বাড়িতে শুরু হলেও পবিত্র কোরআন শরীফ শুদ্ধপাঠ শিক্ষা নেন  চান্দগ্রামের গর্ব, বৃহত্তর সিলেট অঞ্চলের  ‘বড় হাফিজ সাহেব’  খ্যাত হাফিজ মোহাম্মদ আব্দুল বারী (রহ.) এর নিকট।

বিয়ানীবাজার উপজেলার  ঐতিহ্যবাহি জলঢুপ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে বড়লেখা উপজেলার অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় তৎকালীন দাখিল আউয়াল অর্থাৎ ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। তারপর এই মাদরাসা থেকেই ১৯৭০ সালে দাখিল এবং ১৯৭২ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসায়  ফাজিল শ্রেণীতে ভর্তি হয়ে ১৯৭৪ সালে ফাজিল উত্তীর্ণ হন। তারপর তৎকালীন সময়ে সিলেট বিভাগের একমাত্র টাইটেল তথা কামিল মাদ্রাসা- কানাইঘাট উপজেলাধীন ঐতিহ্যবাহী গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসা  থেকে ১৯৭৭ সালে কামিল পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পাশাপাশি বিয়ানীবাজার কলেজ থেকে আইকমও পাশ করেন।

শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি শিক্ষকতা পেশাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে।  ১৯৮১ সালের ১লা  ফেব্রুয়ারী  বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী  বিদ্যাপীঠ জলঢুপ উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন।  এবং অবসর গ্রহণ পর্যন্ত এই প্রতিষ্ঠানেই শিক্ষক হিসেবে নিষ্ঠার সাথে মানুষ গড়ার মহান দায়িত্বে ছিলেন।

পাশাপাশি তিনি পার্শ্ববর্তী গ্রাম আব্দুল্লাহপুর জামে মসজিদে প্রতি শুক্রবার জুম্মার নামাজের খতিব হিসেবে দায়িত্বে ছিলেন দীর্ঘ ৩৮ বছর  । ২০১৯ সালে শারীরিক অসুস্থতাজনিত কারণে  খতিবের দায়িত্ব থেকেও অবসর নেন।

এছাড়াও মাওলানা মো. মাহমুদুর রহমান  দীর্ঘ ২২বছর পবিত্র কোরআন শুদ্ধ করে শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট চান্দগ্রাম এ.ইউ. ফাজিল ডিগ্রি মাদ্রাসা  শাখার নাজিম হিসেবে প্রতি বছর পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনের সেবায় নিয়োজিত ছিলেন ।

গুণী এই শিক্ষকের পিতা মরহুম মাওলানা মো. আব্দুল মজিদ ও মাতা মোছাম্মাৎ লতিফা বিবি।  মাওলানা মো.মাহমুদুর রহমান তাদের  একমাত্র ছেলে। পিতা মাওলানা মো. আব্দুল মজিদ ভারতের ঐতিহ্যবাহী ধর্মীয়  বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদরাসা থেকে টাইটেল পাশ ছিলেন। মাওলানা মো.মাহমুদুর রহমানের ছাত্রজীবনে পিতা মারা গেলেও মা মোছাম্মাৎ লতিফা বিবি অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করান।

মানুষ গড়ার কারিগর এ মহান ব্যক্তিত্ব পারিবারিক জীবনে দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবসর জীবন যাপন করছেন।

 

লেখক : ফয়সল আহমদ ( রুহেল )। সাউথ ইস্ট লন্ডন নিউজ করসপনডেন্ট;চ্যানেল এস টেলিভিশন ,লন্ডন ।

আরও পড়ুন:

শিক্ষক শ্যামাকান্ত দাস : মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

"এই বিভাগে প্রকাশিত মতামত ও লেখার দায় লেখকের একান্তই নিজস্ব " -সম্পাদক