বহু গ্রন্থ প্রণেতা, দেশে-বিদেশে ইসলাম প্রচারের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হযরত আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরি দুবাগি সাহেব রহঃ এর স্মরণে উলামা সম্মেলন অনুষ্টিত হয়েছে।রাহবার কাফেলা সভাপতি মাও আব্দুল বাছিত আরিফী’র সভাপতিত্বে, মাও মুজিবুর রহমানের পরিচালনায় ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত।এতে অতিথিগণ হযরত আল্লামা দুবাগী(রাহ:)’র জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন আল্লামা দুবাগী ছিলেন একজন বড় মাপের আলেম এবং ওলী আল্লাহ।তিনি জীবনের বড় একটা অংশ কাটিয়েছেন আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের সঠিক আকিদা প্রচারের জন্য কিতাব রচনা করে।তাঁর ক্ষুরধার লেখনী বাতেলের বিরুদ্ধে সবসময় সমুচিত জবাব দিয়েছে।তাছাড়াও তিনি সূদীর্ঘ ৪০ বছর বৃটেনে থেকে মানুষকে ইলমে শরিয়ত এবং মারেফাতের শিক্ষা দিয়ে গেছেন।
এতে উপস্থিত ছিলেন রাখালগঞ্জ ডি কিউ ফাজিল(ডিগ্রী)মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাও শিহাব উদ্দিন আলিপুরি, চান্দগ্রাম আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাও অহিদুজ্জান চৌঃ খছরু।কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাও মুফতি আসহাব উদ্দিন, হযরত মাও কামাল হোসেন আল মাথহুরি, রায়গড় আলিয়া মাদ্রাসার হযরত মাও আছাদ উদ্দিন ফারুকী, হযরত মাও নাসির উদ্দিন।চারখাই দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার হযরত মাও হাফিজ আবুল কালাম সহ শিক্ষক সাংবাদিক, সাহিত্যিকবৃন্দ।