শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
সৈয়দ আফসার উদ্দিন এমবিই‘র ইন্তেকাল  » «   ছাত্রলীগের উদ্যোগে বিয়ানীবাজারে পথচারী ও রোগীদের মধ্যে ইফতার উপহার  » «   ইস্টহ্যান্ডসের রামাদান ফুড প্যাক ডেলিভারী সম্পন্ন  » «   বিসিএ রেস্টুরেন্ট কর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এনএইচএস এর ‘টকিং থেরাপিস’ সার্ভিস ক্যাম্পেইন করবে  » «   গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকে নতুন প্রজন্মদের নিয়ে কাজ করবে  » «   স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল  » «   কানাডা যাত্রায়  ইমিগ্রেশন বিড়ম্বনা এড়াতে সচেতন হোন  » «   ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত  » «   যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের অনুদান  » «   বড়লেখায় পাহাড়ি রাস্তা সম্প্রসারণে বেরিয়ে এলো শিলাখণ্ড  » «   মাইল এন্ড পার্কে ট্রিস ফর সিটিস এর কমিউনিটি বৃক্ষরোপণ  » «   রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন  » «   গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন  » «   যুক্তরাজ্যবাসি  সাংবা‌দিক সাইদুল ইসলামের পিতা আব্দুল ওয়াহিদের ইন্তেকাল  » «   ইউকে বাংলা রিপোটার্স ইউনিটি‘র নতুন কার্যকরী কমিটির অভিষেক  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ইতালির মিলানে সোনার বাংলা গ্রুপের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

মিলানের লাম্পুনিয়ানো মাঠে সোনার বাংলা গ্রুপের টি ১০ ক্রিকেট প্রথম বারের মতো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।১২ সেপ্টেম্বর রবিবার  মিলানের লাম্পুনিয়ানো মাঠে “ সোনার বাংলা গ্রুপের আয়োজনে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

মহামারী করোনার প্রাদূর্ভাবে দেশটির আইনানুযায়ী প্রায় সাত মাস খোলা মাঠে সকল খেলাধুলা বন্ধ থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারো ক্রিকেট খেলার আনন্দে মেতে ওঠে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী তরুণরা।

খেলায় সর্বমোট ১৪টি দল অংশ নেয়। প্রতি দলে মোট ৯ জন করে খেলোয়াড় এবং প্রতি দল ১০ ওভার করে খেলার সুযোগ পায়। দিনব্যপী খেলাটি চলে।

ফা্ন্যাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে সোনার বাংলা গ্রুপ। এতে ১০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে মাঠ ছাড়ে দলটি। পরে ১৩৬ রানের টার্গেট নিয়ে মাঠে নামে মাদারীপুরের দল “ভিয়া পাদোভা অল স্টার টিম”।

খেলা শেষে আয়োজন করা হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের। এতে সভাপতিত্ব করেন তরুণ সংগঠক জুুবায়ের আহমেদ শিশু এবং অনুষ্ঠানের পরিচালনা করেন বিল্লাল হুসেন ও রাজু আহমদ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ মালেক, হাসিবুল আলম সেলিম, সারওয়ার হোসাইন, জাকির হোসেন, তপু খান, মামুন হাওলাদার, মামুন খান, আব্দুল বাসিত দল, আবুল হাকিম, এনামুল হক সরকার,রাজু আহমেদ নুরুল আফছার বাবুল,ফয়ছল খান,শুভ্র ফকির রুহুল আমিন রাহুল,জমির হোসেন ,মিজান আহমদ, যুব হোসাইন, নজরুল, সবুজ,প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসের মাটিতে শত কর্মব্যস্ততার মাঝে এ ধরনের উদ্যোগ সত্যিই কঠিন কাজ হলেও বাংলাদেশী এই তরুণদের বলিস্ঠ আয়োজনেই এ টুর্নামেন্টটি সম্পন্ন হয়েছে । অথিতিবৃন্দ আয়োজকদের ধন্যবাদ জানান।এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহবান জানান।

অতিথিদের বক্তব্যের শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন দলের অধিনায়ক এবং আয়োজকবৃন্দ। এরপর বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনা এবং আয়োজনে ছিলেন সুলাইমান ইয়াছিন, রমজান, নিক্সন, শিব্বির, সোহাগ, কয়েছ,ছাইফ,আসিফ,রনি,ইমরান, সোয়েব,সামাদ,তুফায়েল প্রমুখ।

খেলার মাঠে দর্শক সারিতে ছিলেন বিভিন্ন দেশের নাগরিকগণ এবং বাংলাদেশী কমিউনিটির সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন