সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
পর্তুগাল প্রবাসী সাংবাদিক যুক্তরাজ্য থেকে পরিচালিত অনলাইন গণমাধ্যম ৫২বাংলা টিভি’র পর্তুগাল ব্যুরো প্রধান ও বঙ্গবাণী পর্তুগাল প্রতিনিধি জাকির হোসেন সংক্ষিপ্ত সফরে ইতালির মিলানে আগমন উপলক্ষে মিলান বাঙলা প্রেস ক্লাবের আয়োজনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইতালির বানিজ্যিক রাজধানী মিলানের স্হানীয় একটি বাংলাদেশী রেস্তোরাঁয় প্রেসক্লাবের উপদেষ্টা কথা সাহিত্যিক ও সাংবাদিক তুহিন মাহামুদ এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সদস্য জোবায়ের আহমেদ শিশুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল এস মিলান প্রতিনিধি আব্দুল বাছিত দলই,এটিএন বাংলা ইতালি প্রতিনিধি আহসান হাবিব শিমুল।
এছাড়াও বক্তব্য রাখেন ইতালি ছাত্রলীগের সহ-সভাপতি কয়েছ আহমেদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এর যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, ইতালি ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব আলম আঁখি,যুবলীগ নেতা মাসুদ আলী,বেলাল আহমদ ,মো: সোলেমান, ইয়াছিন আহমদ, রাজু আহমদ.ছাত্রলীগ নেতা রাহাত তালুকদার,দিলওয়ার আহমেদ, সুয়েব আহমেদ, রাসেল সহ প্রমূখ।
বক্তারা বলেন, জাতির বিবেক হিসাবে সাংবাদিক সমাজের অন্যায় অবিচারের কথাগুলো তুলে ধরেন। এই পেশায় সামাজিক এবং নৈতিক দায়বদ্ধতা নিয়েই কাজ করতে হয়। কিছু হলুদ সাংবাদিকের কারণে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। এদিক থেকে সাংবাদিকদের আরও স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।যাতে সমাজ ও মানুষের কল্যাণ হয়।
প্রধান অতিথি বক্তব্যে বলেন,সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকার কারণে আজ দুর্নীতি, ধর্ষণ,হত্যার মত ভয়ংকর তথ্য জীবনের ঝুঁকি নিয়ে সমাজে তুলে ধরা হচ্ছে। প্রবাসেও বাংলাভাষী সংবাদকর্মীরা বাংলাদেশী কমিউনিটির সেবায় কাজ করছেন। তিনি মিলান বাঙলা প্রেসক্লাবের বিভিন্ন কাজের প্রসংসা করে প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যদের কে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে অংশ গ্রহন করেন প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার। এ সময় প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলে।
এ সময় উপস্থিত ছিলেন লোম্বারদিয়া আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সামাজিক ব্যক্তিত্ব জাকির হোসেন মামুন সহ অনেকে।
অনুষ্ঠান শেষে অতিথিসহ সকলকে নৈশভোজের মাধ্যমে আপ্যায়ণ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন