পিতা-মাতা ও পরিবার-পরিজন হারানোর শোক কে শক্তিতে পরিণত করে বহুধা বিভক্ত আওয়ামীলীগের ঐক্যের প্রতীক হয়ে, হৃদয়ে রক্তক্ষরণ আর মানবতার মুক্তির লক্ষ্য কে সামনে রেখে পিতা মুজিবের দেখা স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর প্রত্যয়ে স্বদেশ প্রত্যাবর্তন থেকে আজ অবধি আপনার পথচলা কখনোই মসৃণ ছিল না। দেশ এ জনগণের প্রতি দায়বদ্ধতা, ইস্পাত কঠিন মনোবল, বঙ্গবন্ধুর অদৃশ্য উপস্থিতি আর বাংলার মানুষের ভালোবাসায় আপনি বারবার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনে জীবন যৌবনের বিরাট একটা অংশে আপনার সাংগঠনিক নির্দেশনা আর বোনের স্নেহ লাভ করার সুযোগ আমার হয়েছে। সেই বিশ্বাস থেকে বলতে চাই মাননীয় নেত্রী,
জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনার হাত ধরে বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন,অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পুষ্টি, মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন,দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধিকরণ, করোনা মোকাবেলায় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কার্যকরী পদক্ষেপ সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়ে আপনার বলিষ্ঠ নেতৃত্বে যা অব্যাহত রয়েছে । যেটি দেশের গণ্ডিপেরিয়ে আন্তর্জাতিক মহলে স্বীকৃত। তা সত্ত্বেও অনিয়ম, অব্যবস্থাপনা, মোসাহেবি, দুর্নীতি, নৈরাজ্য, খুন,ধর্ষণ, অনাচার, ক্ষমতাবানদের দাম্ভিকতা প্রতিরোধে জনগণের ঐক্য সৃষ্টি করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যায় জাতীয় ঐক্য গঠনের মধ্য দিয়ে যোগ্য ও মেধাবীদের যোগ্যতার আসনে অধিষ্ঠিত করে মুক্তি সংগ্রামের চেতনার বাংলাদেশ বিনির্মাণে আপনার অগ্রযাত্রা প্রত্যাশা করে বাংলার জনগণ। কেননা আশাহত, বঞ্চিত, আর সাধারণের আস্থা আর বিশ্বাসের শেষ আশ্রয় যে কেবল আপনি।
পরিশেষে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত সিলেট এমসি কলেজ যেখানে তৎকালীন ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পিতা মুজিব হত্যার প্রতিবাদে সশস্ত্র মিছিল ও প্রতিবাদ সভা করেছিলাম, সেই কলেজের ছাত্রাবাসে নরপশুদের নারকীয়তা সহ সকল অনাচারের বিরুদ্ধে আপনার চিরায়ত বলিষ্ঠ পদক্ষেপ কামনা করছি।
মহান রাব্বুল আলামীনের কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, ও সুন্দর জীবন প্রত্যাশা করছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন শুভ হোক।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার জনগণের।
লেখক: সুলতান মুহাম্মদ মনসুর আহমদ। সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ,সাবেক ভিপি ডাকসু, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ,জাতীয় সংসদ সদস্য।