বিশিষ্ট সমাজ সেবক এবং স্থানীয় সুপরিচিত মুরব্বী হাজী আতিক উল্লাহ বার্ধক্যজনিত কারণে গত ৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের বেডফোর্ডে নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর।
জগন্নাথ পুর ডিগ্রী কলেজের সাবেক সিনিয়র সহসভাপতি এবং বিশিষ্ট ক্রিকেটার হাবিবুর রহমান সেলুর দাদা হাজী আতিক উল্লাহ,র দেশের বাড়ি জগন্নাথ পুর উপজেলার ইসহাক পুর গ্রামে (দূর্গাপুর দক্ষিণ বাড়ির ) । মৃত্যুকালে তিনি স্ত্রী , ৬ ছেলে,৩ মেয়ে এবং নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে নিজ গ্রাম ইসহাক পুর এবং বেডফোর্ডে বাঙালি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ আগামী ৯ই সেপ্টেম্বর দুপুর ১:৩০ মিনিটে বেডফোর্ডের সেন্ট্রাল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বাংলাদেশে উনার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। এদিকে যুক্তরাজ্যে বসবাসরত মরহুমের ছেলে জনাব মতিন মিয়া , নূর মিয়া , মাসুক উল্লাহ নানু , আয়না মিয়া , ছইল উল্লাহ আফলুছ ও মোঃ ইয়াকুক উল্লাহ তাদের পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।