মৌলভীবাজারের বড়লেখা কাঠালতলী সমাজ কল্যাণ পরিষদ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে সংগঠনের সহ সভাপতি শিক্ষক আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাজুর সঞ্চালনায় এবং ০৮ নং দক্ষিণভাগ উত্তর ইউ/পি চেয়ারম্যান, এনাম উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, কমান্ডার, বড়লেখা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ লুৎফর রহমান, বড়খলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসেলিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্যসামুন আহমদ, শিক্ষক হাবিবুর রহমান (কুটন), বিশিষ্ট সমাজসেবক ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য কয়েছ আহমদ, বিশিষ্ট সমাজসেবক আমির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মাসুক আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাজী মশাহিদ আলী, ০৮ নং দক্ষিণভাগ উত্তর ইউ/পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিফজুর রহমান, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জনাব গৌছ উদ্দিন, কবি মোখলেছুর রহমান সিদ্দেকী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার নাজমুল ইসলাম, ০৮ নং দক্ষিণভাগ উত্তর ইউ/পি সদস্য হিফজুর রহমান মান্না, ০৮ নং দক্ষিণভাগ উত্তর ইউ/পি সদস্য আলতাফ হোসেন, ০৮ নং দক্ষিণভাগ উত্তর ইউ/পি সদস্য আলিম উদ্দিন, তরুণ সমাজসেবক নাজিম উদ্দিন, তরুণ সমাজসেবক ও ক্রীড়া সংগঠক জাকির হোসেন রাসেল, তরুণ সমাজসেবক ও ক্রীড়া সংগঠক নাজিম উদ্দিন।
পরিষদের সদস্য জনাব হাফিজ হারুনুর রশীদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পরিষদের সহ সভাপতি আব্দুল মুহিদ, কাওসার আহমেদ রনি, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আবির, তোফায়েল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক রাজিব আহমদ।
প্রচার সম্পাদক জাবের আহমদ শুভেচ্ছা বক্তব্য ও পরিষদ নিয়ে স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন রুমানঃকবি মোকলেছুর রহমানের কবিতা আবৃত্তি করেন।