বাংলাদেশসহ ১২টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়ার সরকার। মালয় সরকার আগামী ৭ আগস্ট সোমবার থেকে দেড় লাখের বেশি কোভিড-১৯ আক্রান্ত এসব দেশগুলোর নাগরিকদের উপর মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তালিকায় থাকা দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ইতালি, সৌদি আরব, রাশিয়া ও বাংলাদেশ। এর আগে ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।
মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব আরো বলেন, যেসব দেশ করোনা আক্রান্তের সংখ্যায় দেড় লাখ ছাড়িয়ে গেছে, উচ্চ-ঝুঁকি বিবেচনায় সেসব দেশও আমরা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসব।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেড় লাখের বেশি করোনা আক্রান্ত দেশগুলোর বিষয়ে বিস্তারিত জানাবে।
গত মঙ্গলবার মালয়েশিয়ার মন্ত্রী আরও জানান, করোনা বৃদ্ধির কারণে সেপ্টেম্বর ৭ তারিখ থেকে এসব দেশের পাসপোর্টধারীদের প্রবেশ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।
তিনি বলেন, এ নিষেধাজ্ঞা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হবে।