নেত্রকোণার জেলায় কলমাকান্দার বেদে শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী উপহার দিলো দুর্গাপুরের পথ পাঠাগার।
৪ সেপ্টেম্বর,শুক্রবার বিকেলে শিশুদের মধ্যে এসব সামগ্রী তুলে দেন পথ পাঠাগারের পরিচালক নাজমুল হুদা সারোয়ার এবং সহকারী পরিচালক মাসুদ রানা।
বেদে শিশুরা শিক্ষা সামগ্রী পেয়ে সামগ্রী পেয়ে খুবই আনন্দিত হয়।
এসময় নাজমুল হুদা সারোয়ার বেদে শিশুদের জন্য শুভ পাঠাগার উত্তরা কামনা করে ৫২বাংলা কে বলেন,আমরা অবহেলিত শিশু-কিশোরদের জন্য কাজ করতে চাই। তারই একটি ক্ষুদ্র প্রচেষ্টা এটি। ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে শিশুদের জন্য কাজ করবো। পথ পাঠাগার সুসঙ্গ দুর্গাপুরে শাখা স্থাপনের মাধ্যমে গত জুন মাসে যাত্রা শুরু করে। এ পর্যন্ত বিভিন্ন স্থানে এই পাঠাগারের চারটি শাখা স্থাপিত হয়েছে। সারাদেশের গ্রামগঞ্জে পথ পাঠাগার এক হাজার শাখা স্থাপন করা হবে বলে জানান উদ্যোক্তারা।