মৌলভীবাজার বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুরে বাংলাদেশ স্কাউট, বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও জন সচেতনতা মূলক অনুষ্ঠান।
বুধবার(২ সেপ্টেম্বর) দুপুরে শাহবাজপুর ইউনিয়ন কমপ্লেক্স এর সম্মুখে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বড়লেখা উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
‘সামাজিক দূরত্ব বজায় রাখুন,স্বাস্থ্য বিধি মেনে চলুন, সাবান পানি দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করুন। মাস্ক ব্যবহার করুন, করোনা থেকে বেঁচে থাকুন শ্লোগান নিয়ে দুপুর ১২ঘটিকা থেকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজারে প্রচারণা, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউ/পি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক সহ প্রমুখ।