পররাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব খলিলুর রহমান কানাডায় বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পেয়েছেন। রোববার বাংলাদেশ সরকার নতুন এই নিয়োগের ঘোষনা দিয়েছে।বর্তমানে তিনি পররাষ্ট্রমন্ত্রনালয়ে করোনা ভাইরাস সেলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাদার কূটনীতিক খলিলুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে ফ্রান্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রী করেন।
১৯৮৫ সাল থেকে কূটনীতিক হিসেবে পেশা শুরু করা খরিলুর রহমান বিশ্বস্বাস্থ্য সংস্থা, জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনসহ দেশে বিদেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। ।