টিভি সাংবাদিকতা : আমার স্বপ্ন ও ভাবনা

    করোনা ভাইরাসের আবহে  বিশ্বজুড়ে যখন থমকে আছে জীবন, তখন অতীতকালের স্মৃতিতে ডুব দিতে মন চাইছে।  মন বলছে স্মৃতির ঝাঁপি খুলে নিজের কিছু না বলা কথা পাঠকদের সাথে ভাগাভাগি করি।  আর সে কারণেই আপনাদের জ্ঞাতার্থে আমার আজকের এই লেখা। খুব মনে পড়ে আমি যখন স্কুলে পড়ি , আমাদের সাদা  – কালো টিভিতে সংবাদ দেখার সময় আমার আম্মা সব সময় বলতেন, “আমার ছেলেদের মধ্যে একজন যদি টেলিভিশন সংবাদ পাঠক হতে পারতো”! উনি প্রায়শই এ কথা বলতেন। তখন থেকেই বড়ো ছেলে হিসেবে আমি মনে মনে পণ করেছিলাম, আল্লাহ  চাহেনতো  আমি একদিন টিভি সংবাদ পাঠক হবার চেষ্টা করবো। আম্মার স্বপ্ন বাস্তবায়নে আমার টিভি সংবাদ পাঠক হবার যাত্রা শুরু সেই স্কুল জীবন থেকেই। পড়াশুনার পাশাপাশি রোজ টিভি সংবাদ দেখতাম। সে  সময়ের বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সংবাদ পাঠক / পাঠিকা –  সিরাজুল মজিদ মামুন,  রোকেয়া হায়দার, সরকার কবির ,শামীম আহমেদ, রাশেদ নিজাম , আয়েশা জায়গীরদার,   পরবর্তীতে   তাহমিনা শাহাবুদ্দিন, আসমা আহমেদ এদের সবার … Continue reading টিভি সাংবাদিকতা : আমার স্বপ্ন ও ভাবনা