যুক্তরাজ্য থেকে প্রচারিত অনলাইন গণমাধ্যম ৫২বাংলা টিভির লাইভ অনুষ্ঠান সমোচ্চারিত সমকাল এ বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন বলেছেন প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক। প্রবাসবান্ধব সরকার হিসাবে করোনা পেনডামিক সময়ে সরকার প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিটি দেশের সরকারের সাথে কুটনৈতিক আলোচনা অব্যাহত রেখেছে। বিশেষকরে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের দেশগুলোর বাংলাদেশী প্রবাসীদের সমস্যা ও দাবী দাওয়া পূরণে পররাষ্ট্রমন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করছে।
৫২বাংলার ইউরোপ ব্যুরো চীফ মো. ছালাহ উদ্দিনের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন বলেছেন, স্পেনের বার্সেলোনায় একটি স্থায়ী কনস্যুলার অফিস প্রতিষ্ঠার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
১৬ জুলাই বাংলাদেশ সময় রাত নটা এবং ইউরোপ সময় বিকাল ৫টায় ৫২বাংলা টিভির প্রধান সম্পাদক ফারুক যোশীর সঞ্চালনায় সমোচ্চারিত সমকাল অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন এ বিষয়ে জানিয়েছেন বিস্তারিত-