আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এর অনুমোদনে সংযুক্ত আরব আমিরাতের নতুন মন্ত্রিসভা গঠিত হয়। এই মন্ত্রীসভার শপথ বাক্য পাঠ করান আরব আমিরাতের উপ রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী ও দুবাই এর শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম।
অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্টিত উক্ত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ।
গত সপ্তাহে শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম সরকারকে যুগোপযোগী ও কার্যকরী করতে সরকারের মন্ত্রণালয় এবং সরকারি বিভাগগুলোর মাঝে সমন্বয় করার কথা ঘোষণা করেন ।
নতুন কাঠামোর মধ্যে ৫০ শতাংশ সরকারি পরিষেবা কেন্দ্র বন্ধ করা এবং দুই বছরের মধ্যে সেগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্ম এ রূপান্তর করার সিদ্বান্ত অন্তর্ভুক্ত রয়েছে।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার এখন আগামী ৫০ বছর ধরে দেশের উন্নয়ন এর ধারাকে অব্যাহত রাখতে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে |
শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম আরও বলেন আমার ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর সরাসরি সহযোগিতা এবং বিচক্ষণ পরামর্শে সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন বৈশ্বিক পরিবর্তনে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে সক্রিয়ভাবে নিজেদেরকে প্রথম সারিতে রাখতে সক্ষম হয়েছে ।
শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাত আজ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে । তিনি আরও বলেন সরকার পরিচালনার ক্ষেত্রে আমার ভাই শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম সবসময় তার আচরণ এর মধ্যে সৃজনশীল চিন্তা এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ।
সংযুক্ত আরব আমিরাত ও এর জনগণকে সেবা করার প্রত্যয় নিয়ে আজকের শপথ নেয়া মন্ত্রিসভার নতুন টিমকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।