বাংলাদেশ থেকে ছেড়ে আসা কাতার এয়ারলাইন্সে বাংলাদেশী যাত্রীদের রোম বিমানবন্দরে নামতে দেয় নি কর্তৃপক্ষ। বাংলাদেশিদের বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি দোহা থেকে ইতালির ফিউমিসিনো বিমানবন্দরে পাঁচ নম্বর টার্মিনালে বারোটা বিশে এসে পৌঁছায়।
বিমানের বাংলাদেশী যাত্রীদের দোহা অথবা ঢাকায় পাঠানো হয়। ইতালির স্বাস্থ্য বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে- কাতার এয়ারওয়েজের ওই বিমানের ১২৫ জন বাংলাদেশি আরোহী ইতালিতে প্রবেশ করতে পারবে না। এমনকি বিমানবন্দরে বিমানের ভেতর থেকেও তারা নামতে পারবে না। তবে জরুরি মেডিক্যাল সেবার দরকার হলে বিমান থেকে নামার অনুমতি পাবেন তারা।
কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটেই বাংলাদেশি যাত্রীদের রোমের স্থানীয় সময় বিকেল ৪টায় দোহায় ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। তবে বিমানটিতে থাকা অন্যান্য দেশের ৮০ যাত্রীর প্রবেশ করার অনুমতি পেয়েছে।
এছাড়া ১২৫ জন বাংলাদেশি যাত্রীর মধ্যে ইতালিয়ান পাসপোর্টধারী ১৩ জন যাত্রী কে রেখে বাকী ১১২ জন যাত্রীকে কাতার এয়ারলাইন্সে বিকাল ৪ টায় ঢাকার উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে । এদের মধ্যে একজন অসুস্থ বাংলাদেশী নারী ছিল, তাকে ইতালি সরকার প্রবেশের অনুমতি দেন। বিমানবন্দরে তাদের করোনার নমুনা পরীক্ষা শেষে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ করা যেতে পারে আজ (৮ জুলাই) ইতালির মৃত্যু সংখ্যা ১৫ জন এবং আক্রান্ত সংখ্যা ১৯৩ জন ।এছাড়া লাচ্চিওতে করোনাভাইরাসে মোট ১৪ জন আক্রান্তের মধ্যে ৭ জনই বাংলাদেশী।