সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ করোনা আক্রান্তসহ সাধারন রোগীদের চিকিৎসায় চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে জালালাবাদ এসোসিয়েশন ইউকে।
সোমবার (৬ জুলাই) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক হাসানুল হক উজ্জলের পরিচালনায় চিকিৎসা সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুক্কুর, গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন। হস্তান্তরকৃত চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর ৩টি, অক্সিমিটার ৩টি এবং হুইল চেয়ার ২টি।