আবুধাবির স্বাস্থ্য বিভাগ শুক্রবার ঘোষণা করেছে যে, আল আইন এর তাওয়াম হাসপাতাল এখন করোনা মুক্ত হয়েছে এবং এ হাসপাতালে পুনরায় স্বাভাবিক স্বাস্থ্য সেবা শুরু করা হয়েছে ।স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শুক্রবার সর্বশেষ করোনা রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে ।
এর আগে , আবুধাবির শেখ শেখবুথ মেডিকেল সিটিকে ও করোনা মুক্ত ঘোষণা করা হয় | গত সপ্তাহে, সংযুক্ত আরব আমিরাতের অনেকগুলি মেডিকেলিনিক, অ্যাডনেক ফিল্ড হাসপাতাল এবং তাওয়াম হাসপাতাল সহ আরও অনেক হাসপাতালে সর্বশেষ করোনা রোগীদের ছাড়পত্র দেবার পরে কোভিড মুক্ত ঘোষণা করা হয়েছিল।
হাসপাতালগুলো সম্পূর্ণ Covid-ফ্রি হওয়াতে সকাল ১০টা থেকে -দুপুর ১২ টা এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য সময় নির্ধারণ করা হয় বলে SEHA কর্তৃপক্ষ থেকে এক টুইট বার্তায় এইসব তথ্য জানানো হয় | এই সময়সূচি ২৮ শে জুন রোববার থেকে কার্যকর হবে |
টুইট বার্তায় আরও বলা হয় যে , একই সাথে দুই এর অধিক দর্শনার্থীর প্রবেশ এর অনুমতি দেয়া হবে না |
এবং দর্শণার্থীদের মুখোশ ও শারীরিক দূরত্ব বজায় সহ হাসপাতাল কর্তৃক বাস্তবায়িত সমস্ত সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।
স্বাস্থ্যখাতের সামঞ্জস্যপূর্ণ প্রচেষ্টা ও জাতীয় স্ক্রীনিং প্রোগ্রাম এর কারণে করোনা রোগীর প্রয়োজনীয় জরুরি চিকিৎসা বহুলাংশে হ্রাস পেয়ে এই মাইলফলকে পৌঁছেছে ।স্বাস্থ্যবিভাগ ও সরকারের সংশ্লিষ্ট সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে |