দুবাই ইকোনমি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে বলেছে যে,শপিংমলগুলো এখন স্বাভাবিক সময় অনুযায়ী কাজ করতে পারবে | জাতীয় জরুরি অবস্থা,সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) দেশে চলাচল নিষেধাজ্ঞাগুলি সরিয়ে নিয়েছে।
দুবাইয়ের সবগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিংমলগুলো পুনরায় চালু করার অনুমতি পেলেও সতর্কতামূলক সকল ব্যবস্থা নিয়মিত জারি থাকবে |
কর্তৃপক্ষ ন্যাশনাল স্টেলিলািইজেশন অভিযানের সময় আমিরাত জুড়ে চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, যার জন্য দুবাইয়ে রাত ১১ টা থেকে সকাল ৬ টা এবং অন্যান্য আমিরাতে রাত ১০ টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাসিন্দাদের লকডাউনের মধ্যে থাকতে হয় |
এখন এই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে ।ফলে বাসিন্দারা দিনের যে কোন সময় দেশের যে কোন জায়গায় ভ্রমণ করতে পারবেন | তবে তাদেরকে অবশ্যই পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ফেস মাস্ক পরতে হবে এবং নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে, পাশাপাশি স্যানিটাইজার ও ব্যবহার করতে হবে।
এর আগে ২৫ জুন আবুধাবি মিডিয়া অফিস পরামর্শ দিয়েছে , মলের অভ্যন্তরে ২ থেকে ১২ বছর বয়সের শিশুদের মুখোশ পরানো উচিত।
কর্তৃপক্ষের এই ঘোষণা আসার পর স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আশার সঞ্চার হয়েছে | তারা মনে করছেন সরকারের এই উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী | এতে করে আমিরাতের অথনীতিতে ব্যবসায়ীরা আবারো অবদান রাখার সুযোগ পাবেন এবং জনগণের মাঝে ও স্বাভাবিক জীবনের গতি ফিরে আসবে |