আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সামসুল হক সাহেব কে সভাপতি ও সাধারণ সম্পাদক করে হুসেন শহীদ সোহারাওর্দী, তরুন নেতা শেখ মুজিব, আতাউর রহমান খান, মাওলানা তর্গবাগিশ ও ইয়ার মোহাম্মদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে প্রতিষ্ঠিত এ দলটি বাংলাদেশের মুক্তি সংগ্রাম,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে।
পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলের আত্মপ্রকাশ ঘটলেও পরে শুধু আওয়ামী লীগ নাম নিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে বিকাশ লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই এ দেশে পাকিস্তানি সামরিক শাসন, জুলুম, অত্যাচার-নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে দলটি।
‘৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮ এর আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ’৬২ এর শিক্ষা আন্দোলন ’৬৬-এর ছয় দফা আন্দোলন ও ’৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচনে নিরংকুশ বিজয়ের পথ বেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপোষহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ তথা সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনের প্রধান শক্তি হল আওয়ামী লীগ।এই ধারাবাহিকতায় জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণমানুষের দাবী আদায় ও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগের অগ্রযাত্রা থাকুক অব্যাহত।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু,জয় হোক বাংলার জনগণের।
লেখক : সুলতান মুহাম্মদ মনসুর আহমদ,
সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ।সবেক ভিপি ডাকসু। জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ সুলতান মুহাম্মদ মনসুর আহমদ এর ওয়াল থেকে।