বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

স্পেনে বিশেষ বিমানে ফিরলেন বাংলাদেশে আটকে পড়া ২৭৩ যাত্রী



করোনা পরিস্থিতি মোকাবেলা করে অনেকটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাচ্ছে স্পেন। ক্রমান্বয়ে কর্মক্ষেত্রে ফিরছেন সবাই। কিন্তু করোনা মহামারিতে বাংলাদেশে আটকে পড়া স্পেন প্রবাসীরা ফ্লাইটের অভাবে স্পেনে ফিরতে পারছিলেন না, যোগ দিতে পারছিলেন না কর্মক্ষেত্র কিংবা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে। সে পরিস্থিতি বিবেচনা করে স্পেন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ বিমানের কাছে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার মাদ্রিদে অবতরণ করলো বিমান বাংলাদেশের বিজি-৪১০৯ নম্বরের বিশেষ ফ্লাইট। ফিরলেন ২৭৩ জন প্রবাসী বাংলাদেশি।

মাদ্রিদ বারাখাছ আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রবাসীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম। তিনি আগত প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন।

 

এছাড়াও বিমানবন্দরে আগত স্পেন প্রবাসীদের স্বাগত জানাতে তাদের পরিবারের সদস্য ছাড়াও স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা ও স্থানীয় বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর আবারো স্পেনে ফিরতে পেরে আগত প্রবাসীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এজন্য তারা বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ বিমান, স্পেন বাংলা প্রেসক্লাব এবং সর্বোপরি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, এই প্রথম বাংলাদেশের লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশ বিমানে করে স্পেন প্রবাসীরা স্পেনে ফিরলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন