বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মো: আব্দুল হান্নান এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ব্রিটিশদের জন্যও উন্মুক্ত হচ্ছে স্পেনের সীমান্ত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

কোয়ারেন্টাইন শর্ত ছাড়াই ব্রিটিশদের জন্য নিজেদের সীমান্ত খুলে দিচ্ছে স্পেন। রোববার (২১ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার এমন তথ্য দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী অর্চনা গঞ্জালেস লায়া। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী অর্চনা গঞ্জালেস লায়া বিবিসি নিউজকে বলেন, ‌‘আমরা ২১ শে জুন থেকে মুক্তভাবে এবং ইউরোপীয় ইউনিয়ন বা শেনঝেনভুক্ত অঞ্চলের বাকি অংশের মতো ব্রিটিশ দর্শকদের স্পেনে প্রবেশের অনুমতি দেব।’ উল্লেখ্য, আগামীকাল থেকে ইইউ অঞ্চলের দেশগুলোর জন্য স্পেনের সীমান্ত খুলে দেওয়া হচ্ছে।

চীনের পর স্পেনে করোনার প্রকোপ শুরু হয়েছিল বেশ জোরালোভাবে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে দেশটি গত ১৪ মার্চ লকডাউনে যায়। কিন্তু সম্প্রতি ভাইরাসটির সংক্রমণ কমতে শুরু করায় দেশটির অর্থনীতির বড় খাত পর্যটন শিল্প পুনরায় চালুর জন্য ইইউ ও শেনঝেন অঞ্চলের দেশগুলোর জন্য সীমান্ত খুলে দিচ্ছে।

গঞ্জালেজ লায়া বলেছেন, ব্রিটিশ ভ্রমণকারীরা অন্যান্য ইউরোপীয় পর্যটকদের মতোই একই ‘ট্রিপল চেক’ এর আওতায় থাকবেন, যার মাধ্যমে তাদের অরিজিক চেক করা ছাড়াও তাদের তাপমাত্রা পরিমাপ গ্রহণ করা হবে। এছাড়া তারা যদি ট্রেসিংয়ের প্রয়োজন মনে করে তাহলে তাদের সব তথ্য জানাতে হবে।

‘আমরা নিশ্চিত করতে চাই যে আমরা দর্শনার্থীদের স্বাগত জানাবো কিংন্তু তাদের এবং আমাদের দেশের মানুষের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবেই আমাদের এটা করতে হবে’, বলে জানান স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, স্পেনে প্রতি বছর যে ৮ কোটি পর্যটক যায় তাদের এক পঞ্চমাংশেরও বেশি হলো ব্রিটিশ।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ গত রোববার যোগাযোগ ব্যবস্থা পূর্বের মতো সচল করার লক্ষ্যে ২১ জুন থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোর জন্য দেশের সীমান্ত পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেন। তবে এখন ইইউভুক্ত যুক্তরাজ্যের নাগরিকদের জন্য স্পেন সীমান্ত খোলা হচ্ছে কিনা তা ঝুলে ছিল।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন