রবিবার, ২০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «   রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিলো, বিশ্বাস করেন সাকিব  » «   নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ‘একেবারেই সন্তুষ্ট নয়’ বিএনপি  » «   গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার  » «   দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «  

ব্রিটিশদের জন্যও উন্মুক্ত হচ্ছে স্পেনের সীমান্ত



কোয়ারেন্টাইন শর্ত ছাড়াই ব্রিটিশদের জন্য নিজেদের সীমান্ত খুলে দিচ্ছে স্পেন। রোববার (২১ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার এমন তথ্য দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী অর্চনা গঞ্জালেস লায়া। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী অর্চনা গঞ্জালেস লায়া বিবিসি নিউজকে বলেন, ‌‘আমরা ২১ শে জুন থেকে মুক্তভাবে এবং ইউরোপীয় ইউনিয়ন বা শেনঝেনভুক্ত অঞ্চলের বাকি অংশের মতো ব্রিটিশ দর্শকদের স্পেনে প্রবেশের অনুমতি দেব।’ উল্লেখ্য, আগামীকাল থেকে ইইউ অঞ্চলের দেশগুলোর জন্য স্পেনের সীমান্ত খুলে দেওয়া হচ্ছে।

চীনের পর স্পেনে করোনার প্রকোপ শুরু হয়েছিল বেশ জোরালোভাবে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে দেশটি গত ১৪ মার্চ লকডাউনে যায়। কিন্তু সম্প্রতি ভাইরাসটির সংক্রমণ কমতে শুরু করায় দেশটির অর্থনীতির বড় খাত পর্যটন শিল্প পুনরায় চালুর জন্য ইইউ ও শেনঝেন অঞ্চলের দেশগুলোর জন্য সীমান্ত খুলে দিচ্ছে।

গঞ্জালেজ লায়া বলেছেন, ব্রিটিশ ভ্রমণকারীরা অন্যান্য ইউরোপীয় পর্যটকদের মতোই একই ‘ট্রিপল চেক’ এর আওতায় থাকবেন, যার মাধ্যমে তাদের অরিজিক চেক করা ছাড়াও তাদের তাপমাত্রা পরিমাপ গ্রহণ করা হবে। এছাড়া তারা যদি ট্রেসিংয়ের প্রয়োজন মনে করে তাহলে তাদের সব তথ্য জানাতে হবে।

‘আমরা নিশ্চিত করতে চাই যে আমরা দর্শনার্থীদের স্বাগত জানাবো কিংন্তু তাদের এবং আমাদের দেশের মানুষের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবেই আমাদের এটা করতে হবে’, বলে জানান স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, স্পেনে প্রতি বছর যে ৮ কোটি পর্যটক যায় তাদের এক পঞ্চমাংশেরও বেশি হলো ব্রিটিশ।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ গত রোববার যোগাযোগ ব্যবস্থা পূর্বের মতো সচল করার লক্ষ্যে ২১ জুন থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোর জন্য দেশের সীমান্ত পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেন। তবে এখন ইইউভুক্ত যুক্তরাজ্যের নাগরিকদের জন্য স্পেন সীমান্ত খোলা হচ্ছে কিনা তা ঝুলে ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন