সিলেটের গোলাপগঞ্জ নতুন করে আরও ২জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার ১৫ জুন রাত সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই দুই জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তরা হলেন, গোলাপগঞ্জ বাজারের পোস্ট অফিসের কমকর্তা ফারুক (৫০) ও পুবালী ব্যাংকের ঢাকাদক্ষিণ শাখর কমকর্তা (২৫)। উভয়ের বাড়ি জকিগঞ্জ এবং বতর্মানে বাড়িতে অবস্থান করছেন।
এই নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৬ জন।