মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সুলতান মনসুরের শোক
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য,কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়কারী, জাতীয় নেতা মোহাম্মদ নাসিম এমপি এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমদ।এক শোক বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলী সাহেবের সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিম ভাই আমাকে খুবই স্নেহ করতেন। এদেশের মুক্তি সংগ্রাম এবং প্রতিটি ক্রান্তিলগ্নে উনার পরিবার এবংউনার ভূমিকা অতুলনীয়। আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।
শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে সুলতান মনসুরের শোক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। এক শোক বার্তায় তিনি বলেন ৭৫ পরবর্তী সময়ে ছাত্রলীগ পুণর্গঠনে যতবার গোপালগঞ্জ গিয়েছি তাঁর সহযোগিতা পেয়েছি। আমরা একজন আপাদমস্তক বঙ্গবন্ধু অনুসারী হারালাম । তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।