সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সিলেটের গোলাপগঞ্জে স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় দণ্ডবিধি ১৮৬০ আওতায় ২৪ জনকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, দণ্ডবিধি ১৮৬০ আওতায় স্বাস্থ্য বিধি অনুসরণ না করে চলায় ২৪ জনকে ২০০ টাকা করে মোট ৪৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযান পরিচালনাকালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার তফজ্জুল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একদল ব্যাটেলিয়ান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে এ রকম অভিজান অব্যাহত থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন