করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) এ উদ্দেশ্যে রওয়ানা দেওয়া হয়েছে।
রবিবার বিকেল ৫টা ২০ মিনিটে বিমান বাহীনির একটি বিমানে করে তাকে ঢাকায় নেয়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন কামরানের পুত্র ডা.আরমান আহমদ শিপলু।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান জানান, করোনার উপসর্গ ছাড়াও বদর উদ্দিন আহমদ কামরানের ডায়বেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে। সিলেটে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে সিলেট শামসুদ্দিন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তার পরিবারের সদস্যদের ইচ্ছায় তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের করোনা রিপোর্ট পজেটিভ আসলে শনিবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রীও বাসায় চিকিৎসাধীন রয়েছেন।