বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের করোনাভাইরাস দুর্গত ৬ শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ পানীয়জলের জন্য ১৫টি টিউবওয়েল বিতরণ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন মেম্বার। এতে তাঁর ব্যয় হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা।
শনিবার (০৬ জুন) দক্ষিণ দাসউরা নয়াবাড়ি প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
এ সময় তিনি বলেন, করোনা মহামারিতে আওয়ামী লীগ নেতারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এজন্য দলের অসংখ্য নেতাকর্মী এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, এ ইউনিয়নে আ’লীগকে প্রতিষ্ঠিত করতে ইসলাম উদ্দিনের অবদান রয়েছে। এমনকি তিনি প্রতিবছর মোটা অংকের সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তাঁর এ মহৎ উদ্যোগকে তিনি উপজেলা আ’লীগের পক্ষ থেকে স্বাগত জানান।
বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।