হাতেগুণা কয়েকজন বাংলাদেশী এক সময় ফিলিস্তিনীর হয়ে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাদের মধ্যে তিনি একজন জনাব হুমায়ুন ভূইয়া ৬ জুন দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন।
গত ক’মাস আগে লেবানন থেকে তিনি দেশে ফিরে গিয়েছিলেন। এক বছর পার হলনা। নিজের মাতৃভূমিতে তিনি শেষ ঘুম ঘুমালেন।
হুমায়ুন ভূইয়া লেবাননে প্রবীন একজন প্রবাসীই শুধু ছিলেন না। সরল মনের এই মানুষটি প্রবাসীদের নয়ন মনি ছিলেন। বাংলাদেশ কমিউনিটিতে তিনি ছিলেন একজন সুপরিচিত ব্যক্তি। তিনি লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবাসী কল্যান সমতিরও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তিনি লেবানন থেকেই শারিরীক অসুস্থতায় ভোগছিলেন। মরণঘাতী ক্যন্সারে তার মৃত্যু ঘটে।
তার মৃত্যুতে লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদার সহ লেবানন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছে।
তার পরিবার হুমায়ুন ভূইয়ার আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।