মঙ্গলবার (২জুন) থেকে আকামা নবায়ন শুরু করেছে লেবানন সাধারণ সুরক্ষা অধিদপ্তর (জেনারেল সিকিউরিটি)। করোনা ভাইরাসের প্রাদূরভাবের কারনে সাধারণ সুরক্ষা অধিদপ্তর এর কার্যক্রম বন্ধ থাকায় যে সকল আকামাধারী প্রবাসীরা আকামা নবায়ন করতে পারেনি, জুন মাস জুড়ে কোন রকম জরিমানা ছাড়াই তারা আকামা নবায়ণ করতে পারবে।১জুন সোমবার লেবানন সাধারণ সুরক্ষা অধিদপ্তর (জেনারেল সিকিউরিটি) এ সম্পর্কিত এক বিবৃতি জারি করেছে।
বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে যে সকল প্রবাসীরা আকামা নবায়ণ করতে পারেনি, লেবানন সরকারের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী গত ১১ মার্চ থেকে যাদের আকামার মেয়াদ উত্তীর্ণ হয়েছে কোন রকম জরিমানা ছাড়াই তারা আকামা নবায়ণ করতে পারবে। ২জুন থেকে ৩০জুন পর্যন্ত এই সুযোগ থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।লেবানন সাধারণ সুরক্ষা অধিদপ্তর (জেনারেল সিকিউরিটি) থেকে এই সময়ের মধ্যে সকলকে আকামা নবায়নের জন্য জমা দিতে বলা হয়েছে