লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা করেছে এক মানবপাচারকারী ব্যক্তির পরিবারের সদস্য। নিহত বাকী চারজন আফ্রিকার নাগরিক বলে জানিয়েছে লিবিয়ার গণমাধ্যম। হত্যাকাণ্ডের সময় গুলিতে আহত হয়েছেন ১১ জন বাংলাদেশী। তারা জিনতান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে দেশটির মিজদা শহরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এদিকে ত্রিপলীস্থ বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার রাতে ঢাকায় একটি রিপোর্ট পাঠিয়েছে। তাতে বলা হয়, এই ঘটনার পরপর দূতাবাস অনুসন্ধানে নামে। নিশ্চিত হতে পারে যে লিবিয়ার মিলিশিয়া বাহিনী বাংলাদেশিদের উপর এলোপাতাড়ি গুলি চালালে প্রায় সবাই হতাহত হন। তবে একজন প্রাণে বেঁচে যান। তার সঙ্গে বাংলাদেশ দূতাবাসের টেলিফোন যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। প্রাণে বেচেঁ যাওয়া ব্যাক্তি একজন লিবিয়ানের আশ্রয়ে আত্মগোপন করে আছেন।
জানাগেছে, নিহত ২৬ বাংলাদেশির মৃতদেহ মিজদাহ হাসপাতালে সংরক্ষিত রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ১১ বাংলাদেশি হাতে-পায়ে, বুকে-পিঠে গুলিবিদ্ধ হয়েছেন।
এরা সবাই প্রায় ১৫ দিন আগে বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে কাজের সন্ধানে যাচ্ছিলেন। পথিমধ্যে মানবপাচারকারীরা তাদের জিম্মি করে।
প্রতি বছর লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে।২০১৯ সালে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে ৩৯ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।