দীর্ঘ দুই মাস এর অসস্তিকর লক ডাউন এর পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বেলজিয়াম। যদি ও সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচল করতে সরকার কতৃক নির্দেশনা দেয়া হয়েছে সে নির্দেশনা মেনেই ঘর থেকে বের হচ্ছে বেলজিয়াম এর নাগরিক গন। গণ পরিবহনে মাস্ক পরা বাধ্যতা মুলক। তবে পার্ক গুলো অনেক মানুষ কে ভীড় করতে দেখা গেছে এবং রাস্তায় ও অনেক ব্যাক্তিগত গাড়ি দেখা গিয়েছে।
রেস্টুরেন্টে গুলো লক ডাউন এর পুরোটা সময় উবার এবং ডেলিভারুর ফুড ডেলিভারি সার্ভিস এর মাধ্যমে শুধু টেকওয়ে করতো। কিন্তু আশা করা যাচ্চে ৮ই জুন থেকে রেস্টুরেন্ট এবং ক্যাফে গুলো প্রয়োজনীয় সাস্থবিধি মেনে খুলে দেয়া হবে হবে।
ব্রাসেলস এর বিখ্যাত শাপলা মাসালা (দার্জিলিং) রেস্টুরেন্টে সত্তাধিকারি বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব বজলুর রশীদ বুলু বলেন ‘আমরা সবাই জনগনকে সেবা দিতে প্রস্তুত আছি, বেলজিয়াম সরকার যেই নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী রেস্টুরেন্ট খুলে দেয়া হবে।’
গ্রোসারি শপ ওউনার লিয়েজ সিটির প্রবাসী কমিউনিটি ব্যাক্তিত্ব মনির হোসেন পলিন বলেন ‘এ মুহুর্তে আমরা বিকাল ৬ টা থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা রাখছি আশা করছি খুব শীগ্রই আমরা আগের সময়ে দোকান খুলতে পারবো।’ বেলজিয়াম এর বিভিন্ন শহর ঘুরে দেখা গেছে মানুষের ভিতর আতংক থাকলে ও মানুষ জীবিকার প্রয়োজন সরকারী নির্দেশনা মেনে ঘর থেকে বের হচ্ছে।