গত ২৪ ঘন্টায় লেবাননে আরো ৪ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ২৮ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হল।
গত ১৮ মে সোমবার অপারেটর ক্লিন নামে একটি ক্লিনার কম্পানীর ১৫০ জন কর্মীর নমুনা পরীক্ষা করে প্রথমে ১৭জন বাংলাদেশি কর্মী করোনা ভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করা হয়। পরে পুর্নাঙ্গ রিপোর্ট পাওয়ার পর আরো একজন বাংলাদেশি আক্রান্তের কথা জানান সরকারী রফিক হারিরি হাসপাতালের চিকিৎসাক।
আজ নতুন করে আরো ৪ জন বাংলাদেশী আক্রান্ত হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন প্রবাসী বাংলাদেশিদের চলাফেরায় শতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছেন।
অন্যদিকে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতংক বিরাজ করছে বাংলাদেশ কমিউনিটিতে।