প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এমপি’র ঘোষণা এবং অত্র মন্ত্রণালয়ের সচিব জনাব ড. মুনীরুস সালেহিন এর নির্দেশনা অনুযায়ীওমান ফেরত প্রায় ২৯০ জন কর্মীর মধ্যে প্রত্যেককে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে দেয়া হয়। এতে মোট বিতরণ করা হয় ১৪ লক্ষ ৫০ হাজার টাকা।
উল্লেখ্য, ২৯০ জনের সবাই ওমান সরকারের সহায়তায় (বিমান ভাড়া) এবং সবাই ঐ দেশের সরকারের করা করোনা (Covid-19) নেগেটিভ সাটিফিকেট নিয়ে দেশে ফেরেন। এদের সবাই ওমানে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন।ঢাকা এয়ারপোর্টের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাদের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করেছেন এবং শেষে তাদেরকে হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় প্রবাসী কল্যাণ ডেস্ক, ঢাকা এয়ারপোর্টের সহকারী পরিচালক জনাব মোঃ ফখরুল আলম প্রত্যেকের হাতে ৫,০০০/- টাকা তুলে দেন । মন্ত্রনালয়ের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আবু হেনা মোস্তফা কামাল, মো মাইনউদ্দীন, মো হান্নান ও মো নজরুল ইসলাম ও মো সরোয়ার কবির।