পূর্ব আফ্রিকায় ১০০ মানুষের কাছে রমজান মাসের ফুড প্যাক পৌছে দিলো ব্রিটেনের দাতব্য সংস্থা ইষ্ট হ্যান্ডস। এই প্রথম ইষ্ট হ্যান্ডস আফ্রিকার জন্য রমজান মাসের ফ্যামিলি ফুড প্যাকের জন্য আবেদন করে ডোনারদের কাছে। অল্প করে হলেও ডোনারদের অনেকেই বাংলাদেশের পাশাপাশি আফ্রিকার জন্য দান করেন। পূর্ব আফ্রিকার দারিদ্র ও খরা পীরিত দেশ সোমালীল্যান্ডের রাজধানী হারগেইছার বস্তি এলাকায় এই ফুড প্যাক পৌছে দেয়া হয়। করোনা পরিস্থিতির জন্য সরকারের বিধি নিষেধ মেনেই কোন ধরনের জন সমাগম ছাড়াই বাড়ীতে বাড়ীতে গিয়ে ইষ্ট হ্যান্ডস এর স্থানীয় স্বেচ্ছাসেবীরা এই ফুড প্যাকগুলো পৌছে দেন।
ইষ্ট হ্যান্ডসের সোমালীল্যান্ড প্রতিনিধি উসমান আবদেলী বলেন, একেকটা পরিবারকে ২৫ কেজি চাল, ২৫ কেজি আটা, ২৫ কেজি চিনি, ৫ লিটার তেল ও ১০ কেজি খেজুরসহ ৯০ কেজি ওজনের ফুড প্যাক দেয়া হয়।
ইষ্ট হ্যান্ডস এর চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, আমরা বাংলাদেশের পাশাপাশি পরীক্ষামূলকভাবে ডোনারদের কাছে আফ্রিকার জন্যও রামাদানের ফুড প্যাক আহবান করেছিলাম, আলহামদুলিল্লাহ ডোনারদের অভূতপূর্ব সারা পেয়েছি। ভবিষ্যতে আরো বড় পরিসরে আফ্রিকায় কাজ করার ইচ্ছা রয়েছে।