৫ মে মঙ্গলবার গভীর রাতে সংযুক্ত আরব আমিরাত শারজায় আল নাহদার ৪৭ তলা একটি আবাসিক ভবনে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট । একই সঙ্গে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য কাজ করছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ( ভোর চারটা) আগুন জ্বলছিল । তাৎক্ষনিক ভাবে অগ্নিকাণ্ডের কারণে হতাহতের কোন খবর পাওয়া যায় নি। তবে আগুন বেশ বড় আকার ধারণ করছে। ধারণা করা হচ্ছে স্থানীয় সময় রাত ৯টার দিকে ভবনের ১১ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারপর সেই আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
২০০৬ সালে নির্মিত এই ভবনটি ৪৭টি তলা আবাসিক ভবন। প্রত্যেক তলায় ১২টি করে ফ্ল্যাট রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির বেশ কয়েকটি তলায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। একই সময় ভবনে লাগা আগুনসহ বিভিন্ন বস্তু উড়ে গিয়ে আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ওইসব ভবনের ছাদের উপর আগুন লেগে কিছুক্ষণ পর থেমে যাওয়ায় ভবনগুলো রক্ষা পায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ বাসিন্দাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও একই ভবনের নিচ তলায় পার্কিং করে রাখা বেশকিছু গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।