সংযুক্ত আরব আমিরাতে করোনা পেনডামিক সময়ে প্রবাসীদের সহায়তায় এগিয়ে এসেছে মৌলভীবাজার প্রবাসি ভি আইপি ক্লাব আরব আমিরাত।
সংগঠনটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, আজমান, দুবাই, ফুজিরা সহ কয়েকটি বাংলাদেশী প্রবাসী অধুষ্যিত স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রবাসী ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল লতিফ, সভাপতি হুমায়ুন রশীদ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সহ অর্থ সম্পাদক ওয়ালিদ হোসেন অর্থ সম্পাদক সাগর আহমেদ সহ-সাধারণ সম্পাদক পাপ্লু আহমেদ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।
প্রবাসি ভি আইপি ক্লাব আরব আমিরাত এর এই উদ্যোগে আর্থিক সহযোগিতা করেছেন পাপ্লু আহমেদ,নজরুল আহমেদ, মহিন আহমেদ,মাহতাবুর রহমান, মাসুম আহমেদ, হুমায়ুন রশীদ, রিপন আহমেদ, জুয়েল, জালাল আহমেদ জনি, রাসেল আহমেদ, মাওলানা ইলিয়াস,সাগর আহমেদ, আজকের,আব্দুস শহীদ, জিয়াউল হক,জাবের আহমেদ প্রমুখ।
করোনা মহামারি সময়ে যার যার অবস্থান থেকে প্রবাসীদের পাশে থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত মৌলভীবাজার প্রবাসি ভি আইপি ক্লাব আরব আমিরাত এর আগেও প্রবাসীদের নানাভাবে সহযোগিতায় এগিয়ে এসেছে।