আরব আমিরাতে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন বাংলাদেশিদের শুরু থেকে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আবির। দুবাইয়ের তাজা সবজির বাজার আবির এলাকায় গঠিত এ সংগঠন বৃহৎ বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে শুরু থেকে। গাড়ি নিয়ে মানুষের ক্যাম্পে ক্যাম্পে গিয়ে প্রথমে তারা খাবার সহায়তা প্রদান করেন। শুরুর দিকে কর্মহীন বাংলাদেশিদের খাদ্য সহায়তা দিয়ে থাকলেও এবার পরিস্থিতির কথা ভেবে বিতরণ করছেন নগদ টাকা। ৫০ হাজার দেরহামের প্রকল্প নিয়ে ইতোমধ্যে তারা নানা প্রবাসিকে দেখিয়েছেন আশার আলো।
বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক ও সিনিয়ার সহ সভাপতি মোহাম্মদ হারুন-অর-রশিদ দিনরাত পরিশ্রম আর অর্থ ব্যয় করে চালিয়ে যাচ্ছেন এ মানবতার কল্যাণে কাজ। তাদের সংগঠন ইতোমধ্যে বাংলাদেশ কনসুলেটের ফান্ডেও ত্রাণ সহায়তা করেছে।
সংগঠনটি দুবাইয়ের আবির, দেরা মুতিনা, আল কুছ, সোনাপুর, ইন্টারন্যাশনাল সিটি, নাখিল, শারজাহ বি এমসহ নানা এলাকায় কর্মহীন মানুষের হাতে তোলে দিচ্ছেন নগদ টাকা। ফুটিয়েছেন তাদের মুখে হাসি।
আমিরাতে থাকা বাংলাদেশি কর্মহীন মানুষের তুলনায় সহায়তা প্রতুল না থাকায় তবুও বেশিরভাগ মানুষ সহায়তার বাইরে আছেন। সে সব মানুষদের পাশে আর্থিক সহায়তা নিয়ে অন্যান্য বিত্তবানদের দাঁড়াতে অনুরোধ করেছেন আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সুনিক।