সিলেটের বিয়ানীবাজারের আলীনগরে প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের সহসভাপতি আব্দুল মালিকের পরিবারের পক্ষ থেকে চন্দরপুর গ্রামের ১২৫ টি অস্বচ্চল পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ৩০ কেজি প্যাকেটের মধ্যে ছিল ১৫ কেজি চাল, চার কেজি পেয়াজ, চার কেজি আলু, দুই লিটার সয়াবিন, দুই কেজি চানা, দুই কেজি ডাল ও এক কেজি লবন।
গত ২২ এপ্রিল বুধবার দুপুরে প্রবাসী আব্দুল মালিকের বাড়িতে খাদ্য বিতরণী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবা উপস্থিত ছিলেন ১ নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, প্যানেল চেয়ারম্যান গৌছ উদ্দিন, ৪নং ওয়ার্ড সদস্য ও ডিএম হাইস্কুলের পরিচালনা কমিটির সদস্য মামুন আহমদ, লন্ডন প্রবাসী এখলাছুর রহমান ও যুবনেতা মাহতাব উদ্দিন প্রমুখ। সংক্ষিপ্ত বক্তৃতা শেষে অতিথি বৃন্দ তালিকাভুক্তদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।