বাংলাদেশ বিজনেস ফোরাম আজমান, সংযুক্ত আরব আমিরাতের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল হোসাইন সুমন। ইতোপূর্বে তিনি সংগঠনটির সিনিয়র সহসভাপতি ছিলেন এবং একই সাথে তিনি লক্ষ্মীপুর ফোরাম সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সভাপতি। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, তিনি দীর্ঘদিন থেকে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মঙ্গলবার দুপুরে সংগঠনের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে কার্যকরী পরিষদের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী কমিটির সহসভাপতি ও প্রধান নির্বাচন পরিচালক তরিকুল ইসলাম শামীম।
সদস্যদের অনলাইন ভোটের মাধ্যমে ২০২০ সেশনের জন্য সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন ফোরামের প্রধান নির্বাচন পরিচালক তরিকুল ইসলাম শামীম। পরে নবনির্বাচিত সভাপতি সেক্রেটারীর সাথে পরামর্শক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করেন।
সংগঠনের মনোনীত অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইয়াহইয়া, সহসভাপতি তরিকুল ইসলাম শামীম, মনছুর মোহাম্মদ খলীল ও মিহির ব্রাগনোরা, জয়েন্ট সেক্রেটারী মনোনীত হয়েছেন আহসান হাবিব, এসিস্ট্যান্ট সেক্রেটারী আবদুস সাত্তার, প্রচার সম্পাদক কবি ওবায়দুল হক, সহ প্রচার সম্পাদক মিঠুন শীল, অর্থ সম্পাদক মোস্তফা জামান, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম। প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয় বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীন রাজনীতিবিদ ইসমাইল গনি চোধুরীকে। আব্দুল হালিম, নুরুল কবির, মাজহারুল ইসলাম মাহবুব ও আমিনুল ইসলাম শাহীনকে ফোরামের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে বলেন, প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংঘবদ্ধ করে ব্যবাসায়ের মানোন্নয়ন ও নতুন ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টিতে বিজনেস ফোরাম নিরলস কাজ করে যাচ্ছে, আজকেরর এই নির্বাচিত কমিটি এই কাজ গুলোকে আরো বেশি গতিশীল করে গড়ে তুলবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি অসহায় প্রবাসী শ্রমিকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও ব্যক্ত করেন এই ব্যবসায়ী নেতা। সম্প্রতি করোনা ভাইরাসের আক্রমনে কর্মহীন হয়ে পড়া প্রবাসী শ্রমিকদের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে এই সংগঠন। ইতিপূর্বে সহস্রাধিক ব্যক্তি ও পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ফোরামের নবনিযুক্ত সেক্রেটারী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।
উল্লেখ্য, বাংলাদেশ বিজনেস ফোরাম আজমানের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর সভাপতি ও সেক্রেটারি পদে নির্বাচনসহ সংগঠনের পরবর্তী এক বছরের জন্য কার্যকরী পরিষদ মনোনীত করা হয়।
রেমিটেন্স যোদ্ধাদের বাস্তব সমস্যা সমাধানের পাশাপাশি দেশবিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবিলায় স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় এই সংগঠনের সদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত বলে জানান তারা।