বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) বিয়ানীবাজার উপজেলা কমিটির ব্যবস্থাপনায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর,দিরাই,ও জামালগঞ্জ উপজেলায় ধান কাটার জন্য বিয়ানীবাজার উপজেলার পার্টির ২শ কমরেডস আগামীকাল থেকে পর্যায়ক্রমে রওয়ানা দিবেন। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বারবার যোগাযোগ করে একটি গাড়ী জোগাড় করে দেয়ার অনুরোধ করা হলেও একাজে গাড়ী রিকুইজেশন করার সরকারী নির্দেশ না থাকার কথা জানিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান।
অবশেষে সুনামগঞ্জ জেলাপ্রশাসনের পক্ষ থেকে গাড়ী দেয়ার আশ্বাসের প্রেক্ষিতে আগামী কাল ২২ এপ্রিল প্রথম দফায় ৫০ জনের একটি দলের জগন্নাথপুর যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুনামগঞ্জে ধানকাটতে যাওয়া নেতা-কর্মীদের সার্বিক খোঁজ খবর নেবেন পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।
গাড়ী দিয়ে সহযোগিতা করার জন্য, কমিউনিস্ট পার্টি সিপিবি , বিয়ানীবাজার উপজেলা কমিটির পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসনকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।