সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের নিদনপুর এলাকায় নিদনপুর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষদের মাঝে ‘ভালবাসার উপহার’ প্রদান করা হয়েছে। এ প্রকল্পের বড় ধরণের আর্থিক সহায়তায় ছিলো ডরসেট হিউমিনিটি হেল্প ফাউন্ডেশন, ইউকে।
রোববার সকালে নিদনপুর এলাকায় চাল, ডাল, তেল, খেজুর, পেঁয়াজ, আলু সহ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। খাদ্য বিতরণে এ সংগনের লক্ষ্য ছিলো কোন গ্রহিতার ছবি না তোলা। মানবিক এ কাজে সংগঠনের লক্ষ্য সফল বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমান ,প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান।
এ প্রকল্পে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন ছায়াদ উদ্দিন, কয়ছর আহমদ, জানু আহমদ, সাইদুল আলম জাবের, ইমরান হোসেন, বাবুল আহমদ, সাইদুর রহমান সহ আরো অনেকে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়ার পাশাপাশি মানবিকভাবে মানুষের পামে দাঁড়ানো এ সংগঠনের উদ্দেশ্য। আগামিতও এই ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বর্তমান প্রকল্পে নিদনপুর মুল্লাপুরের মানুষদের মধ্যে খাবার সামগ্রি সুষ্ঠভাবে বণ্ঠন করতে পেরে আয়োজকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।