মহামারী করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সরকারি সিদ্ধান্তে দেশের অন্যান্য স্থানের মত বিয়ানীবাজারকেও করা হয়েছে লকডাউন। এই দূর্যোগময় মুহূর্তে বিয়ানীবাজার পৌরশহরের খাসাড়ীপাড়া গ্রামের প্রবাসীদের অর্থায়নে এবং খাসাড়ীপাড়া শুকতারা জনমঙ্গল সমিতির সহযোগিতায় গ্রামের স্থানীয় ও অস্থায়ী প্রায় ৫শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
১৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় গ্রামের প্রায় প্রতিটি পরিবারে পৌঁছে দেয়া হয়েছে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ লিটার সয়াবিন, ১ কেজি লবন, সাবানসহ প্রায় ৪ লাখ টাকার খাদ্যসামগ্রী।
খাদ্য সামগ্রী বিতরনের পূর্বে সুষ্ঠুভাবে বন্টন ও পরবর্তীতে করনীয় বিষয়ে এক বৈঠক যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, শুকতারা জনমঙ্গল সমিতির উপদেষ্টা সেলিম উদ্দিন, নুরুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল হান্নান, কাজি আব্দুল বাসেত, ফয়জুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলাম, তেরা মিয়া। খাসাড়ীপাড়া শুকতারা জনমঙ্গল সমিতির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিছবা উদ্দিন, সাংবাদিক মুকিত মুহাম্মদ, রাসেল আহমদ জিবান, কামরুল হুদা ছাবুর, ফয়সল আহমদ, দেলোয়ার হোসেন জাহেদ প্রমুখ।