শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «   রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিলো, বিশ্বাস করেন সাকিব  » «   নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ‘একেবারেই সন্তুষ্ট নয়’ বিএনপি  » «   গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার  » «   দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «   যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কেন সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে  » «   ‘তৌহিদী জনতার’ হুমকি : এবার ঢাকায় নাটকের প্রদর্শনী বাতিল  » «  

অসমে নতুন সংক্রামিত ১জন; মেঘালয়ে করোনায় এক ডাক্তারের মৃত্যু, ৬জন পজিটিভ



অসমে নতুন করে করোনায় সংক্রমণের ঘটনা ঘটেছে একটি। এনিয়ে মোট সংক্রমণের ঘটনা দাঁড়াল ৩২-এ। ফয়জুল হক বড়ভূইয়া নামে একজন বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন ক’দিন আগে। বাকিরা সুস্থ হওয়ার পথে। গতকাল দুজন ও আজ তিনজন করোনায় আক্রান্তকে হাসপাতাল থেকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড০হিমন্তবিশ্ব শর্মা। করোনায় আক্রান্ত পুরনো সবাইকে ২০ এপ্রিলের আগে হাসপাতাল থেকে মুক্তি দেয়া যাবে বলে স্বাস্থ্যমন্ত্রী আশাবাদী।

এদিকে, গতকাল মৃত্যু হয়েছে প্রাচ্যের স্কটল্যান্ড বলে খ্যাত শিলং-এর বেথানি হাসপাতালের স্বত্বাধিকারী তথা প্রবীণ চিকিৎসক ডাঃ জন এল সাইলো রাইন্টাথিয়াঙ-এর। ডাঃ সাইলোর পরিবারের লোকজনসহ তাঁর ব্যক্তিগত সহকারী মিলে ৬জনের কোবিড-১৯ পজিটিভ পাওয়া গিয়েছে। মোট ৬৮ জনের টেস্ট করা হয়েছিল। উল্লেখ্য, ডাঃ সাইলোর ট্র্যাভেল হিস্ট্রি না-থাকা সত্ত্বেও তিনি কীভাবে আক্রান্ত হলেন? এই প্রশ্নের উত্তরে মেঘালয়ের স্বাস্থ্যমন্ত্রী জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। তবে তাঁর জামাতা এয়ারইন্ডিয়ার পাইলট। আন্তর্জাতিক উড়ান বন্ধ হওয়ার পর তিনি ২৪ মার্চ শিলং এলেও হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বিমানবন্দর থেকে ডাঃ সাইলো তাঁর জামাতাকে আনতে গিয়েছিলেন। বিষয়টি তদন্ত চলছে বলে জানান তিনি। মেঘালয় ও নাগাল্যান্ডে সংক্রমণের মধ্য দিয়ে উত্তর-পূর্ব ভারতের সবগুলো রাজ্যই করোনা সংক্রমণের মানচিত্রে অন্তর্ভুক্ত হল!

এদিকে, বরাক উপত্যকার তিন জেলা যথাক্রমে, করিমগঞ্জ, কাছাড় ও হাইলাকান্দিসহ অসমের সাতটি জেলাকে নন-হটস্পট বলে ঘোষণা করা হয়েছে। মরিগাঁও, গোয়ালপাড়া, ধুবড়ি, নলবাড়ি ও গোলাঘাট এই পাঁচটি জেলাকে রেড জোন অর্থাৎ করোনা সংক্রমণের জন্য হটস্পট বলে ঘোষণা করা হয়েছে।
আগামী ২০ এপ্রিল ক্ষেত্রবিশেষে যান চলাচল ও শ্রমিকদের কাজে যোগদানসহ নিত্য পণ্য সামগ্রী পরিবহনে শর্তসাপেক্ষে শীতিলতা আনা হবে বলে সরকারি ঘোষণায় বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন